ওয়ার্ল্ড কাপ জেতার ডামাডোলে মেসির গত ক্লাব সিজনটা একদমই আন্ডাররেটেড হয়ে গেছে। অনেকেই বলবে এবারও তো উচলে পিএসজি কিছু করতে পারলো না মেসি থাকা সত্ত্বেও। কিন্তু পিএসজির নড়বড়ে ডিফেন্স আর মিডফিল্ডে উচল জেতার সম্ভাবনা একদমই কম ছিলো, তার উপর নেইমার, এম্বাপ্পে দুইজনই উচলের নকআউটে ইঞ্জুরিতে ছিলো।
গত ক্লাব সিজনে পিএসজির হয়ে ৩৫ বছর বয়সী মেসির উল্লেখযোগ্য পারফরম্যান্স এর মধ্যে রয়েছে লীগ ওয়ানে মোস্ট এসিস্ট, ম্যাচের প্রথম মিনিটেই মাঝমাঠ থেকে এসিস্ট, ইঞ্জুরি টাইমে - ৯৫তম মিনিটে ক্লাচ ফ্রিকিক গোলে ম্যাচ জয়, উচলে বেস্ট গোল অফ দ্যা সিজন, মেসির ক্যারিয়ারের প্রথম বাইসাইকেল গোল।
তবে নামটা মেসি বলেই, ওয়ার্ল্ড কাপ জেতার স্পটলাইটে ক্লাবে এমন দুর্দান্ত পারফরম্যান্সও ঢাকা পড়ে গেছে!
Follow: Field Legends
0 Comments