" মায়েদের কাছে ক্ষমা চাইলেন" Ronaldo

 ❝আমি সেসব মায়েদের কাছে ক্ষমা চাচ্ছি,

 আমার কারণে যাদেরকে নিজ সন্তানের এমন হেয়ারকাট দেখতে হচ্ছে।❞😁



নিজের বিখ্যাত হেয়ারকাট চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর রোনালদো নাজারিও এই কথা বলেন।


প্রসঙ্গ: আজকের এই দিনে জার্মানিকে ২-০ গোলে ফাইনালে হারিয়ে ২০০২ বিশ্বকাপের শিরোপা জিতেছিলো ব্রাজিল।ব্রাজিলের হয়ে দুটি গোলই করেন এল ফেনোমেনন।🖤